এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে
করোনা ভাইরাস অতিমারীর মধ্যেই বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ভয়ংকর যুদ্ধ চলছে। এই নিয়ে পাঁচদিনে পড়ল যুদ্ধ। যুদ্ধে আর্মেনিয়ার বিপক্ষে আজারবাইজানের হয়ে পাকিস্তানের সেনারা যুদ্ধ করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিতর্কিত নাগোর্নো- কারাবাখ অঞ্চল নিয়ে অনেক দিন ধরে চলা যুদ্ধ বন্ধে পশ্চিমা দেশ ও মস্কো ফের আহ্বান জানিয়েছে। এ লড়াইয়ে ১৩০ জনেরও বেশি ইতোমধ্যে প্রাণ হারিয়েছে এবং আঞ্চলিক শক্তি তুরস্ক ও রাশিয়ার জন্য এটি হুমকির সৃষ্টি করেছে। বৃহস্পতিবার যৌথ এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে পড়া ভূখন্ডগত বিরোধ নিরসনের লক্ষ্যে আলোচনার টেবিলে ফিরে যেতে দুই পক্ষের প্রতি আহ্বান জানান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিয়ান ও আজারবাইজানের নেতা ইলহাম আলিয়েভ উভয়ই আলোচনা অনুষ্ঠানের এমন ধারণা প্রত্যাখান করেছেন।আর্মেনিয়ার নেতা বলেছেন, ‘ নাগোর্নো–কারাবাখ এলাকা নিরস্ত্র করতে না পারলে তা গণহত্যায় মোড় নেবে।’এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।