কলকাতা

ভারী বৃষ্টিতে রাসবিহারী এভেনিউতে গাছ ভেঙে বন্ধ যান চলাচল

ভারী বৃষ্টিতে রাসবিহারী এভেনিউতে গাছ ভেঙে বন্ধ হল যান চলাচল। গড়িয়াহাট থেকে লেক মার্কেটে আসার দিকের লেনে গাছ সরাতে বিস্তর কাঠখড় পোহাতে হয়। এতবড় গাছ একবারে সরানোর মতো ভারী ক্রেন পুলিস, পুরসভা বা দমকলের কাছে না থাকায় গাছ কেটে ছোট ছোট অংশে ভাগ করার কাজ শুরু হয়। এতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণ বন্ধ রাখা হয় ব্যাস্ত রাসবিহারী এভেনিউর একটা বড় অংশ। অসুবিধায় পড়েন তীর্থপতি  ইন্সটিটিউট স্কুল কতৃপক্ষও।  এদিকে সকাল থেকে হওয়া বৃষ্টিতে শহরের বহু রাস্তায় হাঁটুজল দাঁড়িয়ে যায়। উত্তর কলকাতার গিরিশ এভেনিউ, হাতিবাগান, ঠনঠনিয়া ও মুক্তারাম বাবু স্ট্রিট জল জমে য়ায়। অসুবিধেয় পড়ে য়ান পথচলতি মানুষজন ও যানবাহন। জল জমে যায় মধ্য কলতাতার কলেজ রো,সেন্ট্রাল এভেনিউ, মহাত্মা গান্ধী রোড, রফি আহমেদ কিদওয়াই। লেক এভেনিউ, শরত্ বসু রোড , সাউদার্ণ এভেনিউ, চারু মার্কেট, বেহালা চণ্ডীতলায় বহু রাস্তায় জল জমার ফলে সমস্যায় পড়েন পথচারীরা।