কলকাতা

টানা বৃষ্টিতে জলমগ্ন দমদম এয়ারপোর্ট, অব্যাহত বিমান পরিষেবা, ভাইরাল ভিডিও

টানা বৃষ্টিতে কলকাতা বিমানবন্দর জলমগ্ন। রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরের পার্কিং বে-তে জল জমে আছে। সারা রাত এবং ভোরের দিকে বৃষ্টির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়। তবে বিমানবন্দরের রানওয়েতে কোনও জল নেই। এই আবহে আপাতত কলকাতা থেকে বিমান পরিষেবা অব্যাহত আছে। এদিকে কলকাতা বিমানবন্দরের জলমগ্ন পরিস্থিতির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পরপর দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া থেকে ইন্ডিগোর বিমান। একটি গাড়ি সেখান দিয়ে যাচ্ছে, আর তাতেই ঢেউ গিয়ে পড়ছে বিমানের চাকায়। এদিকে বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর জলমগ্ন হয়েছে। এই আবহে অন্ডাল বিমানবন্দর ডুবে গিয়েছিল শুক্রবার। এ রজেরে ব্যাহত হয়েছিল বিমান পরিষেবা। বাতিল হয় বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির তিনটি উড়ান। দেশের একমাত্র বে-সরকারি বিমাননগরী কর্তৃপক্ষ জানিয়েছে, জলের কারণে তিনটি বিমান ওড়ানো সম্ভব হয়নি। এই আবহে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।