কলকাতা

গভীর রাতে অধিবেশন! ‘টাইপিং-এ ভুল হতে পারে’, প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষের

টাইপিং-এ ভুল হতে পারে। চাইলে এড়িয়ে যেতে পারতেন’। বিধানসভার অধিবেশন বিতর্কে প্রতিক্রিয়া অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের । বললেন, ‘রাত ২ টোর সময়ে বাজেট অধিবেশন হওয়ার ব্যতিক্রমী ঘটনা’। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়  বলেন, ‘যে ক্যাবিনেট নোট গিয়েছে, তাতে ২পিএম লেখা ছিল। টাইপিং-এ ভুল হতে পারে। এটা তো বুঝবেন, সামগ্রিকভাবে নেবেন। রাত ২ টোর সময়ে বাজেট অধিবেশন ব্যতিক্রমী ঘটনা’। তাঁর আরও বক্তব্য, ‘এর আগে ২ বার রাজ্য সরকারের তরফে চিঠি দিয়েছিল। তাতে  ২ পিএম লেখা ছিল। এবার হয়তো ক্যাবিনেটে সিদ্ধান্তটা টাইপিং-এ ভুলের জন্য ২এএম হয়ে গিয়েছে। চাইলে এড়িয়ে যেতে পারতেন’। তবে, বিধানসভায় এখনও পর্যন্ত রাজভবন থেকে কোনও নির্দেশিকা আসেনি বলে জানিয়েছেন অধ্যক্ষ।

https://twitter.com/jdhankhar1/status/1496771008111386626