আগামী ২২ সেপ্টেম্বর সিবিআই এবং ইডির দুই অধিকর্তাকে বিধানসভায় তলব করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের ডিএসপি এবং ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ওইদিন দুপুর একটায় বিধানসভায় তলব করা হয়েছে। নারদ কাণ্ডে মন্ত্রী, বিধায়কদের নামে বিধানসভার মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তাতে ক্ষুব্ধ হন বিধানসভার অধ্যক্ষ । তিনি বিষয়টি নিয়ে আইনি দিক খতিয়ে দেখেন । এরপরই এই কড়া সিদ্ধান্ত নেন । সিবিআই-এর ডিএসপি সত্যেন্দ্র সিং এবং ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রথীন বিশ্বাসকে বিধানসভায় তলব করা হয়েছে । অধ্যক্ষের তলবি চিঠি ইতিমধ্যেই এই অফিসারদের কাছে পৌঁছে গিয়েছে বলেই খবর । চিঠির বিষয়বস্তু সম্পর্কে যা জানা যাচ্ছে তা হল, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং মদন মিত্র জনপ্রতিনিধি। তাঁদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তাতে চার্জশিট দিতে গেলে অধ্যক্ষের অনুমোদন বাধ্যতামূলক । সিবিআই অথবা ইডি কেউই অধ্যক্ষের কাছ থেকে এই অনুমোদন নেয়নি। অধ্যক্ষের বক্তব্য, এই ঘটনার মাধ্যমে বিধানসভাকে এড়িয়ে চার্জশিট দেওয়া হয়েছে । যা আদতে বিধানসভাকে অবমাননার শামিল । বিধানসভা কর্তৃপক্ষ মনে করছে, স্পিকারের অগোচরে, তাঁর অনুমোদন ছাড়া সিবিআই, ইডি ওই চার্জশিট দিয়েছে । তাই জনপ্রতিনিধিদের নামে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যে আইন রয়েছে তা ‘ইচ্ছাকৃত ভাবে লঙ্ঘন’ করা হয়েছে বলেই মনে করছে বিধানসভার সচিবালয়। এবং তার ‘ব্যাখ্যা’ জানতে সিবিআই, ইডির দুই কর্তাকে তলব করে এর কারণ জানতে চাইবেন বিমানবাবু ।