কলকাতা

রাজ্যে কমল হোম আইসোলেশনে থাকার দিন, নয়া নির্দেশিকা নবান্নের

কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেশনের নির্দেশিকায় বদল আনল রাজ্য স্বাস্থ্য দফতর । নির্দেশিকায় জানানো হয়েছে, হোম আইসোলেশন বা কোভিড কেয়ারে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনেই থাকতে হবে ৷ যদি রোগীর টানা ৩ দিন জ্বর না আসে তাহলে তাঁর আইসোলেশনের সময়সীমা ৭ দিনেই শেষ হয়ে যাবে । ৭ দিন আইসোলেশনে থাকার পর মৃদু উপসর্গের জন্য যাদের চিকিৎসা চলছিল তাঁদের ক্ষেত্রে দ্বিতীয়বার করোনা পরীক্ষাও করাতে হবে না । এছাড়া যে সমস্ত রোগীদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই পরপর তিনদিন দেহের অক্সিজেনের মাত্রা তিরানব্বই শতাংশের বেশি হলে ৭ দিন পরেই শেষ হয়ে যাবে আইসোলেশন । নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের এই নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনেই তৈরি করা হয়েছে । কেন্দ্রীয় সরকার মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য যে নির্দেশিকা জারি করেছে তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই গাইডলাইন তৈরি করা হয়েছে । কেন্দ্রের নির্দেশিকায় আগেই আইসোলেশনে থাকার সময়সীমা ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হয়েছিল । একইসঙ্গে বলা হয়েছিল, ৭ দিনের পর নতুন করে আর পরীক্ষার প্রয়োজন হবে না । এবার রাজ্যও সেই নির্দেশ মেনে নিল ।