কলকাতা

প্রেসক্রিপশন আর করোনা পজিটিভ রিপোর্ট ছাড়া মিলবে না অক্সিজেন, কালোবাজারি রুখতে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

অক্সিজেন ঘাটতি রুখতে কড়া পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। দিল্লিতে ঘোর সঙ্কট। বাংলায় যাতে সেই পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই সতর্ক হয়ে অক্সিজেনের কালোবাজারি বন্ধ করতে নির্দেশিকা জারি করা হল নবান্ন থেকে। জানিয়ে দেওয়া হল, চিকিত্‍সকের প্রেসক্রিপশন ছাড়া মেডিক্যাল অক্সিজেন বাজারে বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, প্রেসক্রিপশনের পাশাপাশি কোভিড পজিটিভ রিপোর্টও দেখাতে হবে। তবেই মিলবে অক্সিজেন। অন্যথা হলে তা শাস্তি যোগ্য অপরাধ হিসেবেই বিবেচিত হবে। শনিবার নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুরসভার কমিশনার এবং রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।