জেলা

নদিয়ায় সিটের হানা, উদ্ধার প্রচুর সিম বক্স- রাউটার-মোডেম

সিম বক্স কাণ্ডের তদন্তে নয়া মোড়। নদিয়ার নাকাশিপাড়ায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর রাউটার, সিমবক্স এবং মোডেম উদ্ধার করল পুলিশ। ধৃত ইরশাদকে জেরা করেই ওই বাড়িটির খোঁজ পান তদন্তকারীরা। এরপর অভিযান চালালে আরও বেশ কয়েকটি সিম বক্স উদ্ধার হল। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই কাণ্ডের সঙ্গে জড়িত আরও অনেকেই রয়েছেন। তাদের সন্ধানের তল্লাশি চলছে। সম্প্রতি কলকাতা থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। বুধবার ধৃতকে জেরা করে একাধিক গোপন ডেরায় হদিশ পায় এসটিএফের তদন্তকারী আধিকারিকরা। খোঁজ মেলে ধৃতের দুই সাগরেদের। এরপর নদিয়া থেকে ইরশাদ ও শিলিগুড়ি থেকে রঞ্জিতকেও গ্রেফতার করা হয়। রাতেই শিলিগুড়ি, কলকাতা, তালতলা, জলপাইগুড়ি, বিধাননগর-‌সহ সাতটি বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে মোট ২৩টি সিমবক্স উদ্ধার করা হয়। এরপর ধৃত ইরশাদকে জেরা করে নদিয়ার ওই বাড়ির খোঁজ পান তদন্তকারীরা। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তিনটি সিম বক্স উদ্ধার করেছে রাজ্য পুলিসের সিট। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি রাউটার, মোডেম ও ফ্রিকুয়েন্সি মডিউলেটরস। তদন্তকারীরা জানিয়েছেন, রাজ্যর বিভিন্ন জায়গায় এই সিম বক্স কাণ্ডের অভিযুক্তরা ছড়িয়ে ছিল। অনেকে এখনও রয়েছে। বাপেয়াপ্ত করা যন্ত্রাংশগুলি দিয়ে অভিযুক্তরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ করত বলে জানা গিয়েছে। ভারতীয় টেলিকম সংস্থাগুলোকে বাইপাস করে ভারতীয় সিম ব্যবহার করে বিদেশি কল করত অভিযুক্তরা। তবে শুধুই সাইবার জালিয়াতিতেই এগুলি ব্যবহার করা হত না, একইসঙ্গে যন্ত্রাংশগুলি ব্যবহার করে জঙ্গিদের সঙ্গেও কথোপকথন হত বলেও অনুমান করছে তদন্তকারীরা।