কলকাতা

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন, জারি হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণবিধি

রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনের দিনক্ষণ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। আজ, বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আজ থেকেই এই সব জায়গায় জারি হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণবিধি। আজ,বৃহস্পতিবার থেকে মনোয়ন জমা শুরু । ৯ ফেব্রুয়ারির মধ্যে মনোয়ন পেশ করতে পারবেন প্রার্থীরা। রবিবার ও ছুটির দিন বাদে মনোয়ন জমা দেওয়া যাবে। ১২ ফেব্রুয়ারি প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, দক্ষিণ দমদম পুরসভায় ২৯ নম্বর ওয়ার্ডকে বাদ দিয়ে বাকি সব জায়গায় ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কয়েকদিন আগে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ২৭ ফেব্রুয়ারির পুরভোট চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানায়

বিজেপি। কারণ হিসেবে বলা হয়, ‘রাজ্যে কোভিড সংক্রমণের হার কমলেও বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গে করোনার প্রকোপ খুবই বেশি। এর পরিপ্রেক্ষিতে আপাতত ভোট পিছিয়ে দেওয়াই উচিত।’ নিয়ম অনুযায়ী ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ করতে হয় রাজনৈতিক দলগুলিকে। এবার সেই সময়সীমা কমানো হতে পারে। এদিন সন্ধ্যায় জেলাশাসক, পুলিস সুপারদের সঙ্গে বৈঠকের পরই  এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।  ইভিএমেই অনুষ্ঠিত হবে পুরনির্বাচন। এদিন কমিশন জানায়, ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ভোট গণনা কবে হবে, তা নিশ্চিত করে জানানো হয়নি কমিশনের তরফে। তবে পুরভোটের প্রচারের বিধি এদিন কিছুটা শিথিল করা হয়। যেখানে এতদিন ২৫০ জন জমায়েত করতে পারত। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫০০ করল কমিশন।  কলকাতা পৌরনিগমের ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ৷ আগামী ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগরে পৌরভোট হওয়ার কথা ৷ তবে হাওড়ার পৌরসভা নির্বাচন আপাতত হচ্ছে না ৷