কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে নোটিস দেওয়ার পর এবিষয়ে মুখ খুললেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ত্রীর নামে সিবিআই-র নোটিশ তিনি ভীত নন। রবিবার তাঁর বাড়িতে সিবিআই হানার উত্তর দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে সিবিআইয়ের নোটিস পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ দুপুর ২টোয় আমার স্ত্রীর নামে সিবিআই নোটিস পাঠিয়েছে। আইন-ব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের। তবে কেউ যদি মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে তারা ভুল করছেন। আমরা ভয় পাইনা, আমরা কাপুরুষ নই। আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাহলে ভুল ভাবছে। আমাদের কখনওই দমানো যাবে না।’ প্রসঙ্গত কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে তাঁর স্ত্রী রুজিরদেবীকে জেরার জন্য রবিবার দুপুরে সিবিআই গোয়েন্দারা আভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। রুজিরাদেবীকে বাড়িতে না পেয়ে সিসিবিআই আধিকারিকরা একটি নোটিশ দিয়ে যান। এদিন কালিঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে সেই নোটিশ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরাতে চেয়েছিলেন সিবিআই অধিকারিকেরা। মূলত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েই এই নোটিশ দিতে চান বলেই জানা গিয়েছে। যদিও অভিষেকের স্ত্রী বাড়িতে না থাকায় তাঁর হাতে নোটিশ দেওয়া সম্ভব হয়নি। সিবিআই আধিকারিকদের অনুমান ওই সন্দেহজনক লেনদেন ঘটানো হয়েছে কয়লা পাচারের কাজে। যদিও আর পাঁচজনের মতো এবারে সিবিআইয়ের তরফে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেননি জিজ্ঞাসাবাদের জন্য। শুধুমাত্র ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর ভিত্তিতে সাক্ষী হিসেবে অভিষেকের স্ত্রীর বাড়িতেই মহিলা অফিসারের উপস্থিতিতেই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী অফিসাররা। সিবিআই-এর তরফে আজই জিজ্ঞাসাবাদের জন্য জোর দেওয়া হয়েছে, তাই অভিষেকের বাড়ির সদস্যদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। যাতে করে রুজিরা ব্যানার্জীর সময় মতোই সিবিআই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। আরপিসি ১৬০ ধারা মোতাবেক নোটিশ দিয়ে রুজিরাকে মূলত পাচারকাণ্ডে সাক্ষী হিসাবে এদিনই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। সাংসদ অভিষেকের বাড়িতে সিবিআই যাওয়ার পরই পুলিশি পাহাড়া বাড়ানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও অভিষেকের স্ত্রীয়ের তরফে আজই যোগাযোগ করা হবে কিনা জানানো হয়নি।