আরজি করে তরুণী ডাক্তার খুন ও ধর্ষণের প্রতিবাদে এবার স্লোগান দেওয়া হল দুর্গা পুজো মণ্ডপে। সেই ঘটনায় বিশৃঙ্খলা তৈরি হয় বলে অভিযোগ। খাস কলকাতায় এই ঘটনায় নয়জন গ্রেফতার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ত্রিধারা পুজো মণ্ডপ থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্যান্ডেলের ভিতর উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া হচ্ছিল। মণ্ডপ কর্তৃপক্ষ আপত্তি জানায়। আন্দোলনকারীদের বেরিয়ে যেতে বললেও তারা যায়নি। জোর করে স্লোগান দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তারপরই তাদেরকে গ্রেফতার করা হয়। তবে তাদের মধ্যে কেউ ডাক্তার নয় বলে জানা গিয়েছে।