সোমবার থেকেই দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কার্যত অক্ষরে অক্ষরে মিলিয়ে সোমবার সকাল থেকেই কলকাতা সহ দুই ২৪ পরগণা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কিন্তু তা সত্ত্বেও আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা ঢুকতে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও সোমবার সারাদিন বৃষ্টিপাত চলতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় জোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদাতেও হতে পারে বৃষ্টি। শুধু এদিনই নয়, সপ্তাহের আগামী কয়েকদিনই এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে আবার কেরলে ঢুকছে বর্ষা। প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামীকাল থেকে আরও সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন প্রাক বর্ষার বৃষ্টি। জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ আংশিক মেঘলা আকাশ। যার জেরে কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।