শুক্রবার ২০২২-২৩ বাজেট পেশ হবে পশ্চিমবঙ্গের। রাজ্যের ইতিহাসে প্রথমবার বাজেট পেশ করতে চলেছেন কোনও মহিলা অর্থমন্ত্রী। এর আগে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্ব দিয়েছেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বাঁধার জন্য ও কোভিডের ব্যাপ্তির কারণে যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে ঠিক তখনই রাজ্য বাজেটে আমজনতাকে বড় ছাড় দেওয়ার কথা এদিনের বাজেটে ঘোষণা করে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এদিনের বাজেটে জানিয়েছেন, সিএনজি চালিত গাড়িতে আগামী ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ছাড় দেওয়া হল। সেই সঙ্গে ব্যাটারি চালিত চার চাকার যানের ক্ষেত্রেও আগামী ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।অনেকেই মনে করছেন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে এদেশেও জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। দেশে ৫টি রাজ্যে নির্বাচন ছিল বলে এতদিন এই ক্ষেত্রে দামবৃদ্ধির পথে হাঁটেনি মোদি সরকার। কিন্তু এখন ভোট মিটে গিয়েছে। তাই মোদি সরকার হয়তো হাত গুটিয়ে বসে থাকবে না। খুব শীঘ্রই দেশে জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি করবেন তাঁরা। সেই আশঙ্কা থেকেই আমজনতা কার্যত ভয় পাচ্ছেন যে এবার তাঁদের ঘরেও প্রত্যক্ষ ভাবে যুদ্ধের আঁচ এসে পড়বে। এই অবস্থায় আমজনতাকে কিছুটা রেহাই দিতে এদিন রাজ্যের অর্থমন্ত্রী অত্যন্ত বিচক্ষণভাবে সিএনজি চালিত গাড়িতে ও ব্যাটারি চালিত চার চাকার যানে আগামী ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের জেরে আমজনতাও যেমন সিএনজি গ্যাস চালিত গাড়ি কেনার দিকে বেশি করে ঝুঁকবেন তেমনি ব্যাটারি চালিত যান কেনার জন্যও তাঁরা আগ্রহী হবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে বিশ্বের মধ্যে সব থেকে বেশি ব্যাটারিচালিত বাস চালানোর ক্ষেত্রে প্রথম স্থান দখল করার জন্য। এদিনের বাজেটে রাজ্যকে আরও একধাপ এই ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মসংস্থান এবং শিল্পায়নে জোর থাকবে বাজেটে। চা-শিল্পে গ্রামীণ ‘কর্মসংস্থান সেস’ এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট, ১৯৭৩-এর অধীনে ‘শিক্ষা সেস’ মকুবের প্রস্তাব।বিধবা পেনশনে অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব। অন্যদিকে প্রথমদিন থেকেই একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা। এদিনও বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট পেশের আগেই বিজেপির তুমুল হট্টোগোল। স্লোগান দিতে দিতে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। “মমতা বন্দ্যোপাধ্যায়ের দেউলিয়া সরকার। বাজেটে কোনও ঘোষণা নেই। প্রতিটা লাইনে মিথ্যে কথা রয়েছে। কেন্দ্রের প্রকল্পের নাম বদল করে দিয়েছে।” বাজেট অধিবেশন থেকে ওয়াকআউট করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে ১১২ পাতার বাজেট আংশিকভাবে পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারপর অর্থদপ্তরের উপদেষ্টা অমিত মিত্রকে নিয়ে বাজেটের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী।
একনজরে দেখে নিন ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বাজেটের মূল ঘোষণা –
🔴 মোট বাজেট – ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটি টাকা
🔴 রাজস্ব আদায় – ৭৯,৩৪৭ কোটি টাকা (আগের তুলনায় ৩.৭৬ গুণ বেশি)
🔴 বিধবা পেনশন খাতে বরাদ্দ বেড়ে ২৫০০ কোটি টাকা
🔴 স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৭ হাজার ৫৭৭ কোটি টাকা
🔴 নগরোন্নয়নে বরাদ্দ প্রায় ১৩ হাজার কোটি টাকা
🔴 সামাজিক প্রকল্পে বরাদ্দবৃদ্ধি – ১০.৭ গুণ
🔴 ‘লক্ষ্ণীর ভাণ্ডারে’ বরাদ্দ – ১০ হাজার কোটি টাকা
🔴 কৃষিতে বরাদ্দবৃদ্ধি -৩৩.২ গুণ
🔴 পরিবহণ কর, রেজিস্ট্রেশন ফি মকুব, বাজেট বরাদ্দ ১,৭৮৮ কোটি টাকা
🔴 CNG চালিত যানবাহনে রোড ট্যাক্স মকুব ( ২ বছরের জন্য)
🔴 ফ্ল্যাট-বাড়িতে করছাড়ের মেয়াদবৃদ্ধি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (২ শতাংশ)
🔴 শিক্ষাক্ষেত্রে মোট বরাদ্দ ৩৫,১৯,২৯০ কোটি টাকা
🔴 ক্রীড়াক্ষেত্রে মোট বরাদ্দ প্রায় ৭৫০ কোটি টাকা
🔴 পর্যটন ক্ষেত্রে বরাদ্দ প্রায় ৪৬৮ কোটি টাকা
🔴 উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ ৭৯৭.৪৩ কোটি টাকা