রাজ্যে এবার ভোটের প্রস্তুতি তুঙ্গে। ৩০ অক্টোবর চার কেন্দ্রে উপনির্বাচন। নিরাপত্তা বজায় রাখতে আগেভাগেই বাড়তি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। এর মধ্যেই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল। খবর, উপনির্বাচনে মোট ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দহ- এই ৪ কেন্দ্রে ভোট। ইতিমধ্যেই সেখানে রুটমার্চ, এরিয়া ডমিনেশন চালাচ্ছে বাহিনী। স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাচ্ছে। ৩০ তারিখ ভোটের দিন এবং ২ নভেম্বর ফলপ্রকাশের দিন মোতায়েন থাকবে সিআরপিএফ এবং বিএসএফ জওয়ানরা। সেজন্য আরও ৫৩ বাহিনী কোম্পানি পাঠানো হচ্ছে। সূত্রের খবর, যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে তার মধ্যে ৮ কোম্পানি থাকবে সিআরপিএফ জওয়ান, ৯ কোম্পানি থাকবে বিএসএফের জওয়ান৷ আর এসএসবি থাকবে ৫ কোম্পানি এবং সিআইএসএফ থাকবে ৫ কোম্পানি।