কলকাতাঃ আজ দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। জানানো হয়েছে, দর্শনার্থীদের মাস্ক বাধ্যতামূলক। ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে মোতায়েন করা হবে পুলিস ও ভলেন্টিয়ার। খোলা মেলা প্যান্ডেলে পুজো করতে হবে। প্রবেশ ও বের হওয়ার গেট আলাদা থাকবে। প্যান্ডেলের কাছে কোনও অনুষ্ঠান করা যাবে না। এছাড়া পুজোর উদ্বোধনে ও বিজর্সনে কম সংখ্যক লোক রাখতে হবে। পাশাপাশি জানানো হয়েছে করোনার জেরে এবারে হবে না পুজো কার্নিভাল।
একনজরে দেখে নেওয়া যাক এ বছরের দুর্গাপুজোর ১১ দফার গাইডলাইন :
🔴 এবার দুর্গাপুজোর প্যান্ডেল খোলামেলা করতে হবে। প্য়ান্ডেলে প্রবেশ এবং বের হওয়ার পথ আলাদা রাখতে হবে।
🔴 দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। যে সমস্ত দর্শনার্থী মাস্ক পরে প্যান্ডেলে আসবেন না তাঁদের জন্য পুজো কমিটিগুলিকে প্রয়োজনে মাস্কের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মণ্ডপ এবং তার আশপাশের এলাকায় স্যানিটাইজার রাখতে হবে।
🔴 শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি কার্যকরের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে প্রতিটি পুজো কমিটিকে। সেইসঙ্গে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সিঁদুর খেলার আয়োজন করতে হবে ছোট ছোট ভাগে এবং সুপরিকল্পনামাফিক।
🔴 পুজো মণ্ডপ চত্বর বা তার ধারেকাছে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
🔴 পুজোর পুরস্কার দেওয়ার জন্য আসা বিপুল সংখ্যক বিচারককে এবার আর পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
🔴 পুজোয় ভিড় এড়ানোর বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বৈদ্যুতিন মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালাবে প্রশাসন এবং পুজো কমিটিগুলি।
🔴 পুজোর উদ্বোধন এবং বিসর্জন যতটা সম্ভব ছোট করে করতে হবে। ভার্চুয়াল উদ্বোধনের উপরে বিশেষ জোর দিতে হবে।
🔴 পুজোর জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য আবেদন করা যাবে অনলাইনেই। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করবে।
🔴 পুজোর সময় ভিড় এড়াতে এবার তৃতীয়া থেকেই যাতে লোকজন প্রতিমা দর্শন করতে পারেন সেই বিষয়ে পদক্ষেপ করতে হবে পুজো কমিটিগুলিকে।
🔴 এবার আর কোনও কার্নিভ্যাল হবে না।
🔴 এছাড়া এবছর দুর্গাপুজো কমিটিগুলির অনুদান বৃদ্ধি-সহ একগুচ্ছ ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়গুলিও পুজোর গাইডলাইনে উল্লেখ করা হয়েছে।