কলকাতা

বর্ষবরণে নাইট কারফিউ জারি না করলেও সংযতভাবে পালনের বার্তা রাজ্য সরকারের

করোনার নয়া স্ট্রেন নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে বর্ষবরণ উদযাপন নিয়ে বাড়তি সতর্ক রাজ্য সরকার । করা হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ ৷ আজ এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মাস্ক ছাড়া জনবহুল জায়গায় যাওয়া যাবে না । সরকারের তরফে স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে । কেন্দ্রীয় সরকার নাইট কারফিউয়ের কথা বললেও আপাতত সে পথে হাঁটছে না রাজ্য । ভিড় নিয়ন্ত্রণ এবং সকলের সাহায্যের জন্য ট্রাফিক বুথগুলি সহায়ক কেন্দ্র হিসেবে ব্যবহার হবে । বর্ষবরণ উৎসবে বাড়তি জমায়েত করা যাবে না বলে ইতিমধ্যেই রায় দিয়েছে হাইকোর্ট । বিষয়টি নিয়ে আজ নবান্নে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যসচিব । কোরোনা পরিস্থিতিতে কীভাবে বর্ষবরণ উদযাপনে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া যায় তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে । কোরোনার নতুন স্ট্রেন নিয়ে রীতিমতো উদ্বেগপ্রকাশ করেন তিনি ।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যসচিব । শান্ত, সংযত ও নিরাপদভাবে বর্ষবিদায় ও বর্ষবরণ করার জন্য আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে বর্ষবরণে শামিল হওয়ার পাশাপাশি সকলকে মাস্ক পরার কথা বলেছেন । তবে নাইট কারফিউের পথে হাঁটছে নারাজ্য ৷