কলকাতা

আমফানে ভেঙে পড়া গাছের কী হল? ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

আমফান ঝড়ের পরে অনেক গাছ পড়ে গিয়েছিল। সেই গাছগুলি কোথায় আছে? ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বছর বছর নতুন করে বাদ মেরামতি করা সম্ভব নয়। প্রকৃতিকে কাজে লাগাতে হবে। আমরা ৫ লক্ষ ম্যানগ্রোভ লাগিয়েছি। সেগুলির কী হল? আরও ম্যানগ্রোভ লাগাতে হবে।’ ৫ কোটি ম্যানগ্রোভ সুন্দরবনে, ৫ কোটি দক্ষিণ ২৪ পরগনা এবং ৫ কোটি উত্তর ২৪ পরগনায় লাগানো হবে। পরিবেশ দপ্তরকে এই ১৫ কোটি মানুষ গাছ লাগানোর জন্য প্রকল্প দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজের জন্য ১০০ দিনের কাজের কর্মীদের লাগানো যেতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। এমনকী আজ নবান্নে মুখ্যমন্ত্রী জানান, দীঘায় গাফিলতির জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কেন গাফিলতি করা হল তার তদন্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন, কোনওরকমে বাঁধ করে দেওয়া হয়েছে। নিমেষেই ভেঙে গেল। লক্ষ লক্ষ টাকা জলে গেল। পুনরায় দীঘার সৌন্দর্যায়ন করা হবে। হকারদের দোকানগুলি ফের তৈরি করে দেওয়া হবে। বর্ষার আগে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। সমুদ্র থেকে একটি নির্দিষ্ট দূরত্বে হোটেল তৈরি করা হবে। ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘মেরিন ড্রাইভ’। দ্রুত সারিয়ে তুলতে হবে রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থলকে। সেখানকার হকার, ডাব বিক্রেতা, হোটেলেরকর্মীদের দ্রুত কাজে ফেরাতে হবে। কীভাবে এই সমস্ত কাজ সম্পন্ন হবে, কারা থাকবেন দায়িত্বে, গোটা নকশা তৈরি করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দ্রুত দিঘা সৌন্দর্যায়নের কাজ শেষের নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, ‘দিঘার জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’ পাশাপাশি, সেই কাজে স্থানীয় বাসিন্দাদের নিয়োগ করারও নির্দেশ দিলেন তিনি। ঘূর্ণিঝড় যশে বিধ্বস্ত দিঘার সব হারানো ব্যবসায়ীদের পাশে ‘মানবিক’ মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে তিনি এও ঘোষণা করলেন, ঝড় ও বানের জলে ক্ষতিগ্রস্ত ছোট দোকানগুলি পুনরায় করে দেবে রাজ্য সরকার। যতদিন পর্যন্ত সেগুলি তৈরি করা হচ্ছে, ততদিন আর্থিক সাহায্যও করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বাঁধ ভাঙা নিয়ে এর আগের মন্ত্রিসভার সেচ দপ্তরের দুই মন্ত্রী রাজীব ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ ফের আরও একবার এই নিয়ে তাঁদেরকে নিশানা করলেন তিনি। কেন এভাবে ভাঙল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি। পাশাপাশি দিঘা নিয়েও গাফিলতির অভিযোগ তুললেন তিনি।