দেশ

‘শিবসেনা ও অকালি দল এনডিএ ত্যাগের পর জোটের আর কী অবশিষ্ট রইল?’, কটাক্ষ পুরনো সঙ্গীর

শিরোমণি অকালি দল এনডিএ ছাড়ায় বিজেপিকে বিঁধল শিবসেনা। উদ্ধব ঠাকরের দল জানতে চাইল, এনডিএ জোটে আর কে রইল?‌ দুই প্রধান স্তম্ভ সঙ্গ ছাড়ার পর বিজেপি নেতৃত্বাধীন জোটের কি কোনও অস্তিত্ব আছে?‌ বিজেপিকে তুলোধোনা করে অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের গ্রহণযোগ্যতা নেই। জোট শুধু নামে। আগেই এনডিএ ছেড়েছে শিবসেনা। এবার তিনটি কৃষি বিল নিয়ে মতপার্থক্যে এনডিএ ছেড়েছে শিরোমণি অকালি দল। অকালি দল বিজেপি-‌র সবচেয়ে পুরনো সঙ্গী। দলীয় মুখপত্র ‘‌সামনা’‌য় শিবসেনা লিখেছে, ‘‌তাজ্জব কাণ্ড। এনডিএ জোটের শেষ স্তম্ভ শিরোমণি অকালি দল। বাদল চলে গেলেন। তাঁকে আটকানোর কোনও চেষ্টাই করা হল না। এখনও পর্যন্ত যাঁরা এনডিএ-তে রয়েছেন তাঁদের সঙ্গে কী হিন্দুত্বের কোনও সম্পর্ক আছে?‌ বীরত্বের প্রতিনিধিত্ব করে পাঞ্জাব আর মহারাষ্ট্র। অকালি দল ও শিবসেনা সেই বীরত্বের মুখ। জোটকে এখন অনেকেই রাম রাম (‌বিদায় অর্থে) ‌বলছেন। দুই সিংহ হারানোয় এনডিএ-‌তে কোনও রাম নেই।’‌ শিবসেনা আরও বলেছে, ‘‌মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার দারুণ কাজ করছে। এই সরকার পাঁচ বছরের মেয়াদ শেষ করবে। দেশকে ক্রমশ একদলীয় ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবার বিভিন্ন রাজ্যের ভোটে বিরোধী জোটের কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে বিজেপি।’‌ এদিকে এনডিএ ছাড়ার পর গতকাল একটি সাক্ষাত্‍কারে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সুখবীর সিং বাদল। বলেন, ‘‌১০ বছর ধরে এনডিএ একটা নাম ছাড়া কিচ্ছু নয়।