দেশ

‘ধর্ষণ যখন হবেই, তখন শুয়ে তা উপভোগ করা উচিত’, কর্নাটক বিধানসভায় ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক

ধর্ষণ যখন হবেই, তখন শুয়ে তা উপভোগ করা উচিত, এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটক বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা কংগ্রেস নেতা কে আর রমেশকুমার ৷ বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি এই পরামর্শ দেন অধ্যক্ষকে৷ পরে অবশ্য ক্ষমা চেয়ে টুইট করেছেন রমেশকুমার ৷ এরই মধ্যে প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস বিধায়ক  রমেশকুমার নাক গলিয়ে বলে ওঠেন, “দেখুন, একটা কথা প্রচলিত আছে ৷ যখন ধর্ষণ নিশ্চিত, তখন শুয়ে পরে তা উপভোগ কর ৷ আপনি ঠিক এমনই একটা অবস্থায় রয়েছেন ৷” তবে টুইটে ক্ষমা চেয়ে নিয়েছেন কংগ্রেস নেতা রমেশকুমার ৷ তিনি লিখেছেন, “আমি ভিতর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ ‘ধর্ষণ’ বিষয়ে আমি বিধানসভায় বৈষম্যমূলক এবং অসতর্ক মন্তব্য করেছি ৷ আমি ব্যাপারটাকে তুচ্ছ করে দেখিনি বা এই জঘন্য অপরাধকে হালকা চালে নিইনি ৷ কিন্তু হঠাৎ এমনটা বলে ফেলেছি ৷ এবার থেকে আমি সচেতন থাকব ৷”