ভবানীপুরে চলছে প্রচার। মোদির জন্মদিন উপলক্ষে গতকাল থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা ট্রিবেওয়াল বলেছিলেন তিনি প্রচারে আছেন কিন্তু গোপনে প্রচার করেছেন। এই বিষয়ে ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন গোপন প্রচার মানে কর্মীদের বাড়িতে যাওয়া, আবাসনে প্রচার করা। বিষয়টি জানাজানি হলে তৃণমূল কর্মীরা এসে হুমকি দিচ্ছে বলে তার অভিযোগ। তাই পরিকল্পনা করে বিজেপির বহু কার্যকর্তা বাড়ি বাড়ি গিয়ে গোপনে প্রচার করছেন। ভোটের বহু হিন্দিভাষী ও অবাঙালী আবাসনগুলিতে গিয়ে তৃণমূল অত্যাচার চালিয়েছিল। গাড়ি ভাঙচুর করেছিল। আমরা আর তা চাইনা। তা এড়াতেই বিজেপির এই পদক্ষেপ। এইনিয়ে নানান পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান তিনি। সাধারণভাবে তারা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছেন। দিলীপ ঘোষ রাজ্য সরকারকে নিশানায় নিয়ে বলেন,তালিবান তো বাংলাতেই আছে। আফগানিস্তানের সাথে বাংলার কোনো পার্থক্য নেই। নির্বাচনের পর আমরা যা দেখলাম তা তালিবানী মানসিকতা। সারা ভারতবর্ষে আর কোথাও তো কারোর হিম্মত হয় না বিরোধীদের ওপর অত্যাচার করার, পুলিশ এখানে এইসব দাঁড়িয়ে চুপ করে দেখে বলে জানান তিনি । কসবায় তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় তিনি বলেন সমাজবিরোধীরা এখন সব তৃণমূল। ভাগ বাটোয়ারা নিয়ে এই হামলার ঘটনা বলে কটাক্ষ করেন তিনি। পুরসভা ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে ভোটারদের আতঙ্কিত করতে তারা যাতে ভোট না দেন তার জন্য এই পরিবেশ তৈরি করা হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি।