‘কেন প্রধানমন্ত্রী চুপ রয়েছেন? কেন লুকোচ্ছেন তিনি?’ লাদাখে ভারত-চিন সংঘর্ষে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে টুইট করলেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী এবিষয়ে চুপ কেন? কেন লুকোচ্ছেন তিনি? আমরা জানতে চাই, সীমান্তে কী হচ্ছে? যথেষ্ট হয়েছে। চিনের সাহস কীভাবে হয়, ভারতীয় সেনাদের হত্যা করার? আমাদের জমি দখল করার?’