শ্রীলঙ্কার মাটিতে ভারতের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী কোনও কার্যকলাপ বরদাস্ত করা হবে না। নরেন্দ্র মোদিকে এমনই আশ্বাস দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েক। তিন দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় কলম্বোয় এসেছেন মোদি। শনিবার দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহ একাধিক ইস্যুতে চুক্তি স্বাক্ষরিত হয়। তার মধ্যেই কলম্বোর তরফে এল এই আশ্বাস। এদিকে, শ্রীলঙ্কার এই প্রতিশ্রুতিকে ‘প্রকৃত বন্ধুর সুরক্ষাকবচ’ বলে আখ্যা দিয়েছেন মোদি। বিগত কয়েক বছরে ভারতের দক্ষিণের এই দ্বীপরাষ্ট্রে চীনা প্রভাব প্রতিপত্তি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সেদেশের বিভিন্ন পরিকাঠামো প্রকল্প হাতে নিয়েছে বেজিং। এছাড়া বিপুল পরিমাণ আর্থিক লগ্নিও করছে তারা। শুধু তাই নয়, সম্প্রতি শ্রীলঙ্কার জলসীমায় চীনা নজরদারি জাহাজের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে সেদেশের সার্বভৌমিকতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল বিভিন্ন মহলে। পরিবর্তিত পরিস্থিতির উপরে খুব কাছ থেকে নজর রাখছিল নয়াদিল্লি। এমন প্রেক্ষাপটে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আশ্বাস ভারত সরকারের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক। গতকাল সন্ধ্যায় বিশেষ বিমানে কলম্বো পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সহ দিশানায়েক মন্ত্রিসভার পাঁচ গুরুত্বপূর্ণ সদস্য। শনিবার সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দিশানায়েক স্বয়ং। শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান মিত্র বিভূষণ-এ ভূষিত করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে।
