উত্তরপ্রদেশঃ রাস্তা দিয়ে যাচ্ছিলরাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কনভয়। সেই বিধিনিষেধে আটকে পড়ে শুক্রবার রাতে মৃত্যু হল এক মহিলার। কানপুরে এই ঘটনার জন্য তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইল উত্তরপ্রদেশ পুলিস। ৩ দিনের জন্য উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ‘কানপুর দেহাত’ জেলায় তাঁর গ্রাম। গত রাতে ট্রেনে কানপুরে পৌঁছন রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে নিজের গ্রামে যান। অন্যদিকে, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কানপুর শাখার প্রধান ৫০ বছরের বন্দনা মিশ্র। সদ্য কোভিড থেকে সুস্থ হয়েছেন তিনি। তাঁকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিজনরা। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল রাষ্ট্রপতির কনভয়। বন্দনার গাড়ি আটকায় পুলিস। রাস্তায় দীর্ঘক্ষণ গাড়ির সারি থাকায় হাসপাতালে তাঁকে নিয়ে যেতে দেরি হয়। চিকিৎসকরা বন্দনাকে মৃত ঘোষণা করেন। ক্ষমা চেয়েছেন কানপুরের পুলিস সুপার অসীম অরূণ। তিনি টুইট করেছেন,’বন্দনা মিশ্রের মৃত্যুর ঘটনায় কানপুর পুলিস এবং আমার তরফে ক্ষমা চাইছি। ভবিষ্যতের জন্য এটা বড় শিক্ষা। আমরা প্রতিজ্ঞা করছি,এমন ব্যবস্থা করব যাতে নাগরিকদের ন্যূনতম সময় ব্যয় হয়। এবং এই ধরনের ঘটনা না ঘটে।’