নাগেরবাজার উড়ালপুলে মর্মান্তিক পথ দুর্ঘটনা। উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়লেন বাইক আরোহীর স্ত্রী সূত্রে খবর, সব রকম চেষ্টা করেও বাঁচানো যায়নি ওই মহিলাকে। জানা গিয়েছে, তাঁরা স্বামী-স্ত্রী। অসীম বিশ্বাসের নতুন বাজার এলাকায় মাংসের দোকান রয়েছে বলে জানা গিয়েছে। নিহত মহিলার নাম বিউটি বিশ্বাস। এদিন বিকেলে অসীম বিশ্বাসকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁরও শারীরিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। জানা গেছে, দমদম সেন্ট্রাল জেলের দিক থেকে লেকটাউনের দিকের ফ্লাইওভার ধরে যাচ্ছিলেন দমদম ক্যান্টনমেন্ট সুভাষ নগর হেলথ ইন্সটিটিউট রোডের বাসিন্দা অসীম বিশ্বাস (৩৬) ও তার স্ত্রী বিউটি বিশ্বাস (৩০)। সেই সময় একটি দ্রুত গতিতে আসা চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের বাইকে। অসীম বাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন বিউটি। স্বামীকে শক্ত করে ধরে বাইকে বসলেও চার চাকার গাড়ির বেপরোয়া গতি যখন নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে সামাল দিতে পারেননি বিউটি। একেবারে ছিটকে গিয়ে পড়েন উড়ালপুলের নিচে। ভয়ঙ্কর সেই মুহূর্ত। দক্ষিণ দমদমে কাজিপাড়ার কাছে উড়ালপুলের নিচে গিয়ে যখন বিউটি ছিটকে পড়েন। ততক্ষণে উড়ালপুলে পড়ে কাতরাচ্ছেন অসীমও। প্রত্যক্ষদর্শীরা জানান, উড়ালপুলে উঠে তাঁরা যে ঘাতক চার চাকার গাড়িটি দেখেন, তার চালক মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ গাড়িটি নিয়ে থানায় যায়। গাড়িটা লেকটাউন থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বাইকটা এয়ারপোর্ট থেকে লেকটাউনের দিকে যাচ্ছিল। মুখোমুখি ধাক্কা মারে গাড়িটি। অভিযোগ, ওই চার চাকার গাড়িটি এতটাই দ্রুত গতিতে যাচ্ছিল যে কারণে সামাল দিতে পারেনি। এদিকে যে চার চাকার গাড়িটি ধাক্কা মারে, তাতে রাজ্য সরকারের স্টিকার লাগানো ছিল বলেও স্থানীয়দের অভিযোগ।