ক্রাইম দেশ

বিহারে ডাকাতির পর স্বামীকে আটকে রেখে তাঁর সামনেই বধূকে গণধর্ষণ

ডাকাতির পর স্বামীকে আটকে রেখে তাঁর সামনেই বধূকে গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দার ইসলামপুর থানা এলাকার একটি গ্রামের রাস্তায় ৷ ঘটনাটি ঘটে রাতের দিকে ৷ তাঁদের চিৎকারে গ্রামবাসীরা জড়ো হলে একজন দুষ্কৃতী পালিয়ে যায় ৷ কিন্তু একজনকে গ্রামবাসীরা ধরে ফেলে ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছে এক দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ৷ পরিস্থিতি জানতে পেরে হিলসার ডিএসপি ২ গোপাল কৃষ্ণ ও থানার ইনচার্জ অনিল কুমার পাণ্ডে ঘটনাস্থলে যান ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে । গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ “রাতে স্ত্রীকে নিয়ে বাইকে চেপে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম । সেই সময় দু’জন বন্দুকধারী দুষ্কৃতী আমাদের পথ আটকায় । তারা ৫০০০০ টাকা এবং গলা থেকে হনুমানের একটি সোনার লকেট ছিনিয়ে নেয় । প্রতিবাদ করায় আমাকে মারধর করে । এরপর তারা আমার মাথায় বন্দুক ধরে স্ত্রীকে গণধর্ষণ করে ৷ আমাদের চিৎকার শুনে আশেপাশের গ্রামের লোক ছুটে এসে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে বেধড়ক মারধর করে ৷ অন্য অপরাধী বাইকটি নিয়ে পালিয়ে যায়।” এদিকে, একজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ দ্বিতীয়জনের খোঁজে গ্রামে পৌঁছলে স্থানীয়রা বিক্ষোভ দেখান ৷ গ্রামবাসীরা পুলিশকে আক্রমণ করেন ৷ এই ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হন । পুলিশকে মারধরের জন্য তিন জনকে গ্রেফতার করা হয় ৷ থানার ইনচার্জ অনিল কুমার পাণ্ডে জানান, ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় ধৃত দুষ্কৃতী শোভাবিঘার বাসিন্দা । দ্বিতীয় অভিযুক্ত পলাতক । তবে তাকেও শনাক্ত করা হয়েছে ৷ খুব শীঘ্রই গ্রেফতার করা হবে ।