মানসী দেবীর মুখের আচমকাই বেঁকে গিয়েছে। মুখ বেঁকে যাবার আগের দিনই করোনার ভ্যাকসিন কোভিশিল্ড নিয়েছিলেন মানসী সামন্ত (৪০)। তাঁর স্বামী আশিস সামন্তর দাবি, ভ্যাকসিন নিয়েই এমনটা হল। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা নাকি তাঁকে জানিয়েছেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়াতেই এই ঘটনা ঘটেছে। প্রেসক্রিপশনেও তাই লেখা আছে বলে দাবি আশিসবাবুর। কথা বলতে গেলেই চোয়ালটা বেঁকে যাচ্ছে মানসীর। ডান দিকের চোখটা বন্ধ হচ্ছে না। গত ২৫ জুন শুক্রবার কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন মানসী। শনিবার সকাল থেকেই তার মুখে এমন সমস্যা দেখা যায়। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ফ্যাসিয়াল পালসি বা বেলস পালসি। সাধারণত সপ্তম ক্রেনিয়াল নার্ভ আক্রান্ত হলেই ফেসিয়াল মাসল দুর্বল হয়ে যায়। তখনই এহেন সমস্যা দেখা যায়। মুখ বেঁকে যাওয়ার পর হাওড়ার সলপের বাসিন্দা মানসীকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। গত ১ জুলাই পর্যন্ত মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। মানসীর স্বামী আশিস সামন্তর বলেন, “চিকিৎসকরা আমায় বলেছেন কয়েক লক্ষ মানুষের মধ্যে এক আধজনের এমনটা হতে পারে। কপালটা খারাপ আমার স্ত্রী সঙ্গেই সেটা হল।” যদিও টিকা নিয়ে কোনও অভিযোগ নেই আশিসবাবুর।