ক্রাইম

উত্তরপ্রদেশে আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা তরুণীকে গণধর্ষণের পর মারধর, মৃত্যু নির্যাতিতার, গ্রেফতার এক অভিযুক্ত

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল। জানা গেছে, গাজিয়াবাদের এক আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে গত রবিবার প্রথমে মারধর করেন অন্য দুই রক্ষী এবং তাঁদের সুপারভাইজার। তিনি প্রতিবাদ করলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তরুণীর অবস্থার অবনতি হয়। তাঁকে নয়ডার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তিন জন। পুলিশ যদি জানতে পারে, এই ভয়ে গাজিয়াবাদের সরকারি হাসপাতালে তরুণীকে ভর্তি করানো হয়নি। সোমবার ওই তরুণী মারা যান। নির্যাতিতার পরিবারের লোক বিষয়টি জানতে পেরে ওই আবাসনে আসেন। তাঁরাই থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ অজয় (‌৩২)‌ নামে এক জনকে গ্রেপ্তার করেছে। বাকি দু’জন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।  মৃতার পরিবারের দাবি, বেসমেন্ট নিয়ে গিয়ে ওই ১৯ বছর বয়সী মহিলা নিরাপত্তারক্ষীকে গণধর্ষণ করা হয়। মৃতার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।