দেশ

প্রয়াত বিশিষ্ট নারী অধিকার আন্দোলনের অন্যতম মুখ কমলা ভাসিন

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট নারী অধিকার আন্দোলন কর্মী কমলা ভাসিন ৷ শনিবার দিল্লির এক হাসপাতালে ভোর রাত সাড়ে ৩টে নাগাদ প্রয়াত হন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর ৷ দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি ৷ ভারত এবং দক্ষিণ এশিয়ার নারী অধিকার আন্দোলনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই এক উল্লেখযোগ্য নাম কমলা ভাসিন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু বিশিষ্ট মানুষ ৷  দেশের বিভিন্ন প্রান্তে নানা প্রতিবাদ আন্দোলনের সময় যে ‘আজাদি স্লোগান’ শোনা যায় তার জনপ্রিয়তার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কমলা ভাসিনের ৷