খেলা

পাকিস্তানের কাছে লজ্জাজনক হার ভারতের

 পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারল ভারত। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার ভারতকে হারাল পাকিস্তান। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বিরাট কোহলীর ভারতকে প্রথম ম্যাচেই টেনে মাটিতে নামিয়ে দিলেন বাবর আজমরা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভারতকে ১২ গোল দিলেন তাঁরা। বিশ্বকাপের মঞ্চে ১২ বারের হারের বদলা নিল পাকিস্তান। ম্যাচে দুই দলের অধিনায়কই অর্ধশতরান করলেন, কিন্তু ম্যাচ জেতানো ইনিংস খেলা হল না কোহলীর। বিশ্বকাপের মঞ্চে অন্য এক পাকিস্তানের মুখে পড়ল ভারত। এই নতুন পাকিস্তান উইকেটের পিছনে দাঁড়িয়ে হাই তোলে না, ম্যাচের মাঝ পথে হঠাৎ করে হারিয়ে যায় না। বাবরের পাকিস্তান ফিল্ডিংয়ে প্রাণ দিয়ে দেয়, প্রতিটি ব্যাটারের জন্য আগে থেকে পরিকল্পনা করে, ব্যাট করার সময় এক রান, দু’রান নিয়ে প্রতিপক্ষকে মানসিক ভাবে হতাশ করে দেয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। শুরুতেই রোহিত শর্মাকে (০) ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। প্রথম বলেই এলবিডব্লিউ হন তিনি। ভারতের ইনিংসে কোনও রানই যোগ করতে পারেননি ভারতীয় ওপেনার। রান পাননি লোকেশ রাহুলও। ৮ বলে ৩ রান করে আফ্রিদির বলে বোল্ড হন তিনি। বাঁ-হাতি পেসারের সুইং বুঝতেই পারলেন না ভারতীয় ওপেনার। ৮ বলে ১১ রান করে ফেরা সূর্যকুমার যাদবও খুব বেশি ক্ষণ সঙ্গ দিতে পারেননি বিরাট কোহলীকে। শুরুর এই ধাক্কা গোটা ম্যাচে কাটিয়ে উঠতে পারল না ভারত।