বিদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল আমেরিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল আমেরিকা। গতকাল রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা ঘোষণা করে দেন। গোটা বিশ্বকে করোনা সঙ্কটে ফেলে দেওয়ার দায় চিন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপিয়েই এই সিদ্ধান্ত নেন তিনি। ট্রাম্পের কথায় চিনকে আড়াল করতেই গোটা বিশ্বকে করোনা সঙ্কটে ফেলে দিয়েছে হু। আমেরিকার সতর্কতা সত্ত্বেও সে কথা কানই দেয়নি তারা। উল্লেখ্য, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান আগেই স্থগিত করে দিয়েছিল আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলের তাঁরা যে অর্থ দিতেন, তা অন্যান্য খাতে ব্যবহার করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তহবিলে বছরে সর্বাধিক অনুদান দিত আমেরিকাই। বছরে সেই অর্থের পরিমাণ ৪৫০ মিলিয়ন ডলার। অন্যদিকে চিন মাত্র ৪০ মিলিয়ন ডলার দিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি করোনা মোকাবিলায় এধন থেকে বাছাই করা কিছু চিনা নাগরিককে আপাতত আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।