চলে গেলেন বিশ্ব বিখ্যাত কোরিয়ান চলচ্চিত্র পরিচালক কিম কি দুক৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ ৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার লাটভিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক৷ খবর অনুযায়ী, বহুদিন ধরেই লাতভিয়াতে বাড়ি কেনার চেষ্টা করছিলেন পরিচালক৷ সেই কারণেই ২০ নভেম্বর লাতভিয়াতে আসেন কিম৷ হঠাৎ করেই অসুস্থ হন তিনি৷ হাসপাতালে ভর্তি ছিলেন৷ তবে শেষরক্ষা আর হলো না৷ কোরিয়ান সিনেমা তথা এশিয়ান সিনেমাকে এক অন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন তিনি৷ তাঁর গল্প বলার ধরণ বারে বারে অবাক করেছিল গোটা বিশ্বকে৷ ৬৯ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড জয় করেছিলেন। এছাড়া বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হন তিনি। কলকাতার সিনেপ্রেমী মানুষদের কাছে কিম কি দুক এক পরিচিত নাম ৷ কলকাতা চলচ্চিত্র উৎসবেও বহুবার তাঁর ছবি দেখা হয়েছে এবং প্রতিবারই তাঁর ছবি দেখার জন্য নন্দনে ভিড় উপচে পড়েছে ৷ কিম কি দুকের মৃত্যুতে বিশ্ব সিনেমামহলে শোকের ছায়া নেমে এসছে।