দেশ

সম্প্রসারিত যোগী মন্ত্রিসভা, জিতিন প্রসাদকে পূর্ণমন্ত্রীর মর্যাদা

সম্প্রসারিত হল যোগী মন্ত্রিসভা। আর সম্প্রাসারিত মন্ত্রিসভায় সব থেকে বড়ো চমক জিতিন প্রসাদের অন্তর্ভুক্তি। প্রাক্তন এই কংগ্রেস সদস্য়কে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সাতজন। জিতিন ছাড়া সকলেই রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জিতিন প্রসাদ ছাড়াও সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা হয়েছে ছত্রপাল সিং, পল্টু রাম, সঙ্গীতা বিন্দ, ধরমবীর প্রজাপতি সঞ্জিব কুমার এবং দীনেশ কার্তিক। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সম্প্রসারিত মন্ত্রিসভায় কাদের নেওয়া হবে তার একটা খসড়া তালিকা তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই তালিকা নিয়ে মোদির বিশ্বস্ত সেনাপতি অমিত শাহর সঙ্গে আলোচনা করেন। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সুনীল বনশলস-সহ শীর্ষ নেতারা। সূত্রের খবর, যোগীকে পরামর্শ দেওয়া হয়েছিল জিতিন প্রসাদকে যেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। কথা রেখেছেন সন্ন্য়াসী রাজা। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে ভোট। তার আগেই মন্ত্রিসভা সম্প্রসারণে হাত দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য মন্ত্রিসভার তিন সদস্য করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। এরা হলেন বিজয় কুমার কাশ্য়প, চেতন চৌহান, কমলরানি বরুণ। সেই আসনগুলি ফাঁকা ছিল।