দেশ

হাতরাস যাওয়ার পথে রাহুল গান্ধীকে গ্রেপ্তার করল যোগীর পুলিস

হাতরাস যাওয়ার পথে রাহুল গান্ধীকে গ্রেপ্তার করল যোগী রাজ্যের পুলিস। জানা গিয়েছে, তাঁর গাড়ি আটকানো হলে হেঁটেই হাতরাস যাওয়ার চেষ্টা করেন তিনি। তখনই পুলিস বাধা দেয় তাঁকে। শুরু হয় ধস্তাধস্তি। শেষে রাহুল গান্ধীকে আটকাতে তাঁর উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। শেষে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ । তাঁদের

থানায় নিয়ে যাওয়া হচ্ছে । পরে সংবাদমাধ্যমের সামনেই পুলিস কর্মীদের প্রশ্ন করেন, ‘কী অভিযোগে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে।’ কিন্তু সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি পুলিস কর্মীরা। রাহুল গান্ধী বলেন, “পুলিশ আমায় ধাক্কা দিয়েছে । আমার উপর লাঠিচার্জ করেছে । আমায় মাটিতে ফেলে দিয়েছে । আমি প্রশ্ন করতে চাই শুধু কি নরেন্দ্র মোদিই

এই দেশে হাঁটতে পারেন ? একজন সাধারণ মানুষ হাঁটতে পারেন না?” যদিও নয়ডার ADCP রণবিজয় সিং জানিয়েছেন, এপিডেমিক অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে । আমরা তাঁদের নয়ডায় যেতে দিতে পারি না।