কলকাতা

সাংসদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলল যোগীর পুলিস, ‘চুপ কেন রাজ্যপাল’, তীব্র নিন্দা ফিরহাদ হাকিমের

রাহুলদের পর এবার ডেরেকদের উপর হামলা চালাল উত্তর প্রদেশ পুলিস। হাথরাসে ঢুতে বাধা দেওয়ায় অবস্থান বিক্ষোভ শুরু করেন ডেরেকরা। পুলিস জোর করে তুলে দেন তাঁদের। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান তৃণমূল কংগ্রেস বিধায়ক। সেই ঘটনা জানার পরেই বিজেপি বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছে ফিরহাদ হাকিম। রাজ্যপাল এখন কেন চুপ করে রয়েছেন। মহিলা তৃণমূল কংগ্রেস সাসংদের সঙ্গে অশোভন আচরণ করেছে উত্তর প্রদেশ পুলিস এমনই অভিযোগ করা হয়েছে। হাথরাস অভিযানে ডেরেকর সঙ্গে ছিলেন কাকলি ঘোষদস্তিদার, মমতা ঠাকুর সহ একাধিক নেত্রী।হাথরাসে তৃণমূল সাংসদদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। বিজেপির আসল চরিত্র প্রকাশ্যে এসে পড়েছে বলে আক্রামণ শানিয়েছেন তিনি।রাজ্য সরকারের আইন শৃঙ্খলা নিয়ে একের পর এত প্রশ্ন তোলেন রাজ্যপাল। এখন কেন তিনি চুপ করে রয়েছেন। পাল্টা আক্রমণে বিঁধেছেন ফিরহাদ। এখন কেন রাজ্যপালের চোখে জল নেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম।

https://twitter.com/i/status/1311925656586915840