অন্ধ্রপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হল ১০ জনের। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর শুক্রবার একথা জানিয়েছে। অন্ধ্রপ্রদেশের তিনটি জেলায় বাজ পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এক বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছ, বৃহস্পতিবার এসপিএস নেল্লোর জেলার পাঁচটি মন্ডলে বাজ পড়ে ৭ জনের মৃত্যু হয়। গুন্টুরে ২ জন এবং প্রকাশম জেলায় ১ জনের মৃত্যু হয়। এসপিএস নেল্লোর জেলার দাগদার্থী মন্ডলের আওতাধীন চন্নুর গ্রামেই ৩ জনের মৃত্যু হয়েছে। জেলার এক আধিকারিক বলেন, “আমরা বজ্রপাতের সম্ভাব্য অবস্থান নিয়ে আগাম সতর্কতা জারি করেছি এবং লোকজনকে নিরাপদ স্থানে থাকতে বলেছি। তবুও মানুষের মৃত্যু হয়েছে।”