জলপাইগুড়িঃ অবশেষে ধরা পড়ল ময়নাগুড়ির সেই ঘাতক বানরটি। সোমবার সকালে জলপাইগুড়ির মাধবডাঙ্গা ১গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বনদপ্তর এর হাতে আটক হলো বানরটি। এদিন ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য ও বনদপ্তরের যৌথ প্রচেষ্টায় খাঁচা বন্দি করা গেল তাকে। উল্লেখ্য, বানরটি ওই এলাকায় একাধিক ব্যক্তির উপর আক্রমণ করেছিল। এ বিষয়ে, রামসাই মোবাইল রেঞ্জ বিট অফিসার ভূপতি শীল জানান, বানরটি সুস্থ রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এলাকার বাসিন্দারা সম্ভবত তাকে বিরক্ত করেছিল। তার জন্যই সে হামলা করতে বাধ্য হয়েছিল।