কলকাতাঃ অবশেষে বৃহস্পতিবার ২৮ দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন পার্শ্বশিক্ষকেরা। বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে বৈঠক করে ইতিবাচক সংকেত পেয়েছেন পার্শ্বশিক্ষকরা। আজ দুপুর নাগাদ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন। লিখিত প্রতিশ্রুতি পেয়েই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত অনশনকারী পার্শ্বশিক্ষকদের। বৈঠকের পরে খবর আসে, আপাতত খুশি হয়েছেন শিক্ষকেরা। তবে অনশন তুলবেন কিনা, তা তখনই জানাতে রাজি হননি তাঁরা। পরে নিজেদের মধ্যে আলোচনা করে বৃহস্পতিবার সিদ্ধান্ত ঘোষণা করে জানান, আপাতত উঠছে অনশন। তবে তাঁদের দাবি যথাযথ গুরুত্ব দিয়ে সমাধান করতে রাজ্য সরকারকে তিন মাস সময় বেঁধে দিয়েছেন অনশনকারীরা। আজকের পর তাঁরা যে যার বাড়ি ফিরে যাবেন, যোগ দেবেন কাজে। তিন মাসের মধ্যে দাবিপূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।