দেশ

‘‌অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় বামপন্থী, তাঁর ভাবনাকে ছুড়ে ফেলেছে দেশ’‌, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের

অমর্ত্য সেনের পর অর্থনীতিতে নোবেল জিতেছেন আরেক বাঙালি অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশ যখন তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত তখন মোদির মন্ত্রিসভার মন্ত্রী পীযূষ গোয়েল ব্যস্ত অভিজিত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে। শুক্রবার পুনেতে সাংবাদিক সম্মেলনে নোবেল জয়ীর মতাদর্শ এবং তাঁর ভাবনাচিন্তা নিয়ে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বলেন, দেশের জনগণ তাঁর ভাবনাকেই তো ছুড়ে ফেলে দিয়েছেন। পীযূষ গোয়েলের কথায়,‌ ‘নোবেল জেতার জন্য অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাই। কিন্তু আমরা সবাই ওনার ভাবনা চিন্তা সম্পর্কে জানি। তিনি বামপন্থায় বিশ্বাসী। পাশাপাশি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ন্যায় প্রকল্পের অনেক গুণগান করেছিলেন। পরামর্শও দিয়েছিলেন। কিন্তু দেশবাসী তাঁর সেই ভাবনাকে ছুড়ে ফেলে দিয়েছে।’ এই প্রথম নয়, নোবেল জয়ের পর থেকেই অভিজিতকে লাগাতার বিজেপির নেতা-মন্ত্রীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে। কখনও ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় তাঁর বাঙালি হওয়া নিয়ে আক্রমণ করেছেন, কখনও আবার অনন্তকুমার হেগড়ে প্রকাশ্যে অভিজিতের সমালোচনা করেছেন। এবার পীযূষ গোয়েল। দেখুন ভিডিও –