বিনোদন

অ্যাসিড আক্রান্তদের সঙ্গে দেখা করলেন শাহরুখ

একজন সুদক্ষ অভিনেতার পাশাপাশি শাহরুখ খান একজন উদার সমাজসেবকও। তাঁর বাবার নাম মীর তাজ মহম্মদ খানের নাম অনুসারে একটি NGO তৈরি করেছেন তিনি। শাহরুখের  NGO-র নাম Meer Foundation। অ্যাসিড আক্রান্তদের জন্যে এই ফাউন্ডেশন তৈরি করেছেন কিং খান।  এই NGO-র উদ্যোগেই শুরু হয়েছে ‘ToGETher Transformed’। লেখাটাকে এমনভাবে প্রেজ়েন্ট করা হয়েছে যেন দেখে লাগে ‘টু গেট হার ট্রান্সফর্মড’। দেশজুড়ে সমস্ত অ্যাসিড আক্রান্ত মানুষগুলোকে ট্রান্সফর্ম করার কর্মকাণ্ড শুরু করেছে মীর ফাউন্ডেশন। মীর ফাউন্ডেশনে আশ্রয় পাওয়া ১২০ জনের এই মুহূর্তে নানা ধরনের অস্ত্রোপচার চলছে। অ্যাসিড আক্রান্তদের সঙ্গে স্বয়ং শাহরুখ খান দেখা করেছেন। সেই ছবি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “মীর ফাউন্ডেশনকে ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য। সেই ১২০ মহিলাকে শুভেচ্ছা জানালাম, যাঁদের অস্ত্রোপচার চলছে। এই মহান কাজের সঙ্গে যে সমস্ত ডাক্তাররা যুক্ত, তাঁদেরও অনেক শুভকামনা।”দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড জুড়ে চলবে এই সার্জারিগুলো। আক্রান্তদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ মহিলা, আর বাকিরা শিশু। অ্যাসিড আক্রান্তদের অস্ত্রোপচারের সঙ্গে তাঁদের পরবর্তী চিকিৎসা করানো, আইনি মামলা চলাকালীন যাবতীয় সাহায্য, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে ‘মীর ফাউন্ডেশন’। এদিনের অনুষ্ঠানের বেশ কিছু ছবি নিজেদের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে মীর ফাউন্ডেশনও।

https://www.instagram.com/p/B4CZPPHFcWS/?utm_source=ig_web_copy_link