মোমবাতি জ্বেলে করোনা সমস্য়ার সুরাহার হবে না। করোনা পরিস্থিতিতে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই কটাক্ষ করলেন রাহুল গান্ধী। এদিন মোদিকে কটাক্ষের সুরে রাহুল টুইটারে লিখেছেন, ”হাততালি দিয়ে, টর্চ জ্বেলে সমস্য়ার সমাধান হবে না”। উল্লেখ্য়, করোনা পরিস্থিতির মোকাবিলায় রবিবার রাত ৯টায় ৯ মিনিট বিদ্য়ুৎ বন্ধ করে মোমবাতি, টর্চ, মোবাইলের ফ্ল্য়াশলাইট জ্বালানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।