দেশ বিদেশ

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন ভারতের বিদেশমন্ত্রী

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকেও। জানা গিয়েছে, ভারত সরকারের তরফে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শপথ গ্রহণের পরে মার্কিন সরকারের সঙ্গে তাঁর উচ্চ পর্যায়ের বৈঠকও হতে পারে বলে সূত্রের খবর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এস জয়শঙ্করের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সফরে জয়শঙ্কর নতুন মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও, আমেরিকায় আসা অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞ মহলের দাবি, জয়শঙ্করের এই সফর ভারত-মার্কিন সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক আলোচনার একটি মঞ্চ হিসেবেও কাজ করবে। বিশেষ বিষয় হল, ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন আর্জেন্তিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।