আজ মা সারদার ১৬৭তম জন্মতিথি। ১৮৫৩ খ্রীষ্টাব্দে, বাংলার ১২৬০ সালের ৮ই পৌষ বাঁকুড়া জেলার জয়রামবাটী গ্রামে কৃষ্ণাসপ্তমীর রাতে তাঁর জন্ম। মা সারদার পবিত্র জন্মভিটে জয়রামবাটির মাতৃ মন্দিরে আজ সকাল ৭টা ৩০ মিনিটে মাতৃমন্দিরের সন্ন্যাসী, স্থানীয় গ্রামবাসী, ভক্ত ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে মাতৃমন্দির থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়। গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা শেষে শোভাযাত্রা শেষ হবে মাতৃমন্দিরেই। আজ দিনভর মায়ের কথা পাঠ, ভক্তিগীতি, ধর্মসভার মধ্য দিয়ে এই পবিত্র দিনটি মাতৃমন্দিরে উদযাপিত হবে।