আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুস প্রদেশে রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৮ শিশু ও ৯ নারী রয়েছেন। আফগানিস্তানের রাষ্ট্রপতির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি জানিয়েছেন, বুধবার কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব জেলায় রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই একটি গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ঘটনাস্থলে গাড়িটি আসার পর আগে থেকে পুতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জন্য রাষ্ট্রপতির মুখপাত্র তালেবানদের দায়ী করেছেন। তবে এখন পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই এই হামলা হয়েছে কী’না তাও নিশ্চিত নয়।