Posted onAuthorবঙ্গনিউজComments Off on ইংলিশবাজারে ৩ কেজি ব্রাউন সুগার সহ ধৃত ৩
৩ কেজি ব্রাউন সুগার সহ মালদহের ইংলিশবাজারে ধৃত দুই এবং আটক আরও এক। মালদহ বাইপাস সংলগ্ন এলাকায় মাদক পাচার করার সময় ওই তিনজনকে হাতেনাতে ধরা হয় বলে জানিয়েছেন জেলার পুলিস সুপার অলোক রাজোরিয়া।