নয়াদিল্লি : দু’মাসের কিছু বেশি সময় পর জম্মু কাশ্মীরে পর্যটক প্রবেশের উপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিল রাজ্য প্রশাসন। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেতে সোমবার রাজ্যপাল সত্যপাল মালিক এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কাশ্মীরের মুখ্যসচিব এবং বিভিন্ন দফতরের উপদেষ্টারা। বৈঠক শেষে দু’ মাস আগে জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানান রাজ্যপাল। মঙ্গলবার জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই পর্যটকরা কাশ্মীরে যেতে পারবেন ।৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পর্যটকদেরও ঢুকতে দেওয়া হয়নি ভূস্বর্গে। জুলাইয়ের শেষ থেকেই কাশ্মীরে প্রচুর সেনা মোতায়েন হয়। গোটা উপত্যকা জুড়ে ছিল কার্যত অঘোষিত কারফিউ। অমরনাথ যাত্রীদের মাঝপথ থেকেই ফিরিয়ে দেওয়া হয়ছিল। একই সঙ্গে রাজ্যে থাকা সব পর্যটককে দ্রুত কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছিল সরকার। পর্যটনের উপরেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। গত দু’মাস কাশ্মীরের জনজীবন ছিল কার্যত স্তব্ধ। পর্যটন বন্ধ থাকায় রাজ্যের বাসিন্দারা চরম আর্থিক সঙ্কটে পড়েন। কারণ কাশ্মীরের মানুষের মূল জীবিকা অনেকাংশেই পর্যটনের উপর নির্ভরশীল। বছরের প্রায় ১০ লক্ষ পর্যটক আসেন ভূস্বর্গে। পর্যটন বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা বেশ অসন্তুষ্ট ছিলেন। কিন্তু প্রশাসনের এদিনের ঘোষণায় রাজ্যের মানুষ হাঁফ ছেড়ে বাঁচলেন বলা যায়।রাজ্যপাল সত্যপাল মালিক এদিন জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। তাই পর্যটনের উপর নিষেধাজ্ঞা জারি রাখার আর কোনও অর্থ হয় না। বৃহস্পতিবার থেকেই পর্যটকরা এখানে আসতে পারেন।