জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ সন্ধেবেলা নবান্ন থেকে বেরনোর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা এনআরসি-র বিরুদ্ধে মানুষের রায়। বাংলায় কোনো এনআরসি হবে না। তিনি এও বলেন, আমি বিজেপির কাছে মাথা নত করবো না। আমি শুধু মানুষের কাছে মাথা নত করবো। নিজেদের স্বার্থে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ নেবেন না, বিজেপিকে আরজি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই রায়ে আমাদের আরও কাজ বেড়ে গেল। দায়িত্ব বেড়ে গেল। তিনি আরও বলেন, যারা ৭২ বছরের বেশি সময় ধরে এখানে আছে, আমি তাদের তাড়িয়ে দিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট নির্দেশ দেন, এই উপনির্বাচনের জয় নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র তো বটেই, রাজ্যের কোথাও বাড়তি উৎসাহ নিয়ে বিজয়মিছিল করা যাবে না। এদিন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা। ভোটগণনা চলাকালীন যখন ট্রেন্ড স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই বলেছিলেন, “বিজেপি তাদের অহঙ্কারের ফল পেয়েছে। বাংলার মানুষ ঔদ্ধত্যকে মেনে নেয় না।” বিকেলে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, “বাংলার পাপ, বিজেপি সাফ।” এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, গঠনমূলক সহযোগিতা তাঁরা করবেন। কিন্তু কোনও ধ্বংসলীলার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত হবে না।