দেশ

এসবিআই গ্রাহকদের অ্যাকাউন্টে আর রাখতে হবে না ন্যূনতম ব্যালেন্স

ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালেও এবার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বাতিল করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বুধবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি জানিয়ে দিল এবার থেকে‌ সব সেভিংস অ্যাকাউন্টই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এতদিন কোন এলাকার শাখায় অ্যাকাউন্ট সেই অনুযায়ী ন্যূনতম ব্যালেন্স রাখতে হত। প্রতিমাসে কোনও গ্রাহকের অ্যাকাউন্টে সেই টাকা না থাকলে আলাদা করে চার্জ কাটত এসবিআই। কিন্তু এবার সেই নিয়মই উঠিয়ে দিল এসবিআই।