বিদেশ

ককপিটে যাত্রীর সখ মেটাতে গিয়ে আজীবন নিষিদ্ধ পাইলট

চিনে নিয়ম ভেঙ্গে এক কিশোরীকে বিমানের ককপিটে ঢুকতে দেওয়ায় এক পাইলটকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ওই কিশোরী ককপিটে ঢুকে একটি তুলে তা চিনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশ করলে তা বিমান সংস্থার নজরে আসার পর নিষেধাজ্ঞার মুখে পড়েন ওই পাইলট। চিনা এয়ারলাইন গুইলিনের একটি ফ্লাইটে চলতি বছরের জানুয়ারি মাসে ছবিটি তোলা হয়েছিল। ওই কিশোরী গুইলিন ট্যুরিজম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি ভবিষ্যতে বিমান সেবিকা হতে চান। ককপিটে ছবি তুলতে পেরে তিনি পাইলটের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ উইবোতে ছবি পোস্ট করেন। তা বিমান সংস্থার নজরে আসে কর্তৃপক্ষের। তারপরেই নিষেধাজ্ঞার মুখে পড়েন ওই পাইলট। দেশটির বেসামরিক বিমান পরিবহনের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা বলছেন, ছবিটি মাঝ আকাশে তোলা হয়েছে। এতে নিরাপত্তা বিধির লঙ্ঘন হয়েছে। গুইলিন এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পাইলটকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। তবে পাইলটের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বিমানটিতে থাকা অন্য কর্মীদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে।