করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক করেন মুখ্যসচিবরাজীর সিনহা। সন্ধে ছটায় এদিনের বৈঠক শুরু হয় রাজভবনে। বৈঠক চলে প্রায় ৮.৪৫ পর্যন্ত। বৈঠকে করোনা নিয়ে রাজ্যের প্রস্তুতি সম্পর্কে তিনি তথ্য পেয়েছেন বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল। রাজ্য সরকার অনেকগুলি সক্রিয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল।