দেশ

করোনার জের, সিল করা হল দিল্লির সিআরপিএফ-এর হেডকোয়ার্টার

এবার দিল্লির সিআরপিএফ হেড কোয়ার্টার ঘিরে করোনা আতঙ্ক। সেখানে এক সিনিয়র অফিসারের ব্যক্তিগত কর্মী কোভিড ১৯ পজিটিভ হিসাবে চিহ্নিত হয়েছেন। এরপর থেকেই ছড়িয়েছে প্রবল আতঙ্ক। রাতারাতি সিল করা হয়েছে সিআরপিএফ হেড কোয়ার্টার। এলাকায় মোতায়েন রয়েছে বিপুল পরিমাণ বাহিনী। উল্লেখ্য, সিআরপিএফ-এ ১৩৬ জন ইতিমধ্যেই করোনা পজিটিভ হিসাবে চিহ্নিত হয়েছেন। আর বিএসেফ এ ১৭ জন করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে নতুন এই খবর ঘিরে চাঞ্চল্যা দানা বাঁধল।